ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত দুই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৭, ২০২০

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকসহ নিহত দুই


 

ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার তেতুলতলায় ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের জাহাঙ্গীর শেখ (৫০), তিনি চাঁদপুরের একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং অপরজন হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩০)। নিহত দুজন একই মটর সাইকেলে ছিলেন। 


করিমপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শাহ জালাল জানান, দ্রæতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক, একটি মোটরসাইকেল ও একটি রিক্সাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি জানায় ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় আহত অন্যান্যদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here