মেহেরপুরে বয়স্ক,প্রতিবন্ধী,বিধবা সহ বিভিন্ন ধরনের ভাতা বহি বিতরণের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০

মেহেরপুরে বয়স্ক,প্রতিবন্ধী,বিধবা সহ বিভিন্ন ধরনের ভাতা বহি বিতরণের উদ্বোধন


মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী নিগৃহীতা ও অসচ্ছল মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাতা বহি বিতরণের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কর্যালয়ের আয়োজনে  মেহেরপুর জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভাতা বহি বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, পিপি পল্লব ভট্টাচার্য্য,গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীন, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, ভাতাভোগী আবু বক্কর প্রমুখ। উল্লেখ্য. মেহেরপুর পৌর এলাকায় বয়স্ক ১০৯ জনকে মাসে ৫শ টাকা করে ৬ লক্ষ ৫৪ হাজার টাকা, বিধবা ভাতা হিসাবে ৬৯ জনকে মাসে ৫শ টাকা করে ৪ লক্ষ্য ১৪ হাজার টাকা এবং অসচ্ছল ও প্রতিবন্ধীকে মাসে ৭শ ৫০ টাকা করে ১৫২ জন ১৩ লক্ষ ৬৮ হাজার টাকা প্রদান করা হবে।

Post Top Ad

Responsive Ads Here