কাদার ভেতরে ৪ কোটি টাকার ইয়াবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৯, ২০২০

কাদার ভেতরে ৪ কোটি টাকার ইয়াবা


সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের টেকনাফে একটি বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে হ্নীলা ইউপির নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীর কেওড়া বাগান এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউপির নোয়াপাড়া বরাবর নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযানে যায়। দূর থেকে দুই পাচারকারী সাঁতরে কেওড়া বাগান সংলগ্ন নদীর তীরে উঠতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে। পাচারকারীরা টহলদলের উপস্থিতি পেয়ে কেওড়া বাগানে ইয়াবার একটি বস্তা লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বাগানে কাদার ভেতরে থাকা একটি বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এসব পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Post Top Ad

Responsive Ads Here