পল্লবী থানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৯, ২০২০

পল্লবী থানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫


সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর পল্লবী থানার ভেতরে হুট করেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের জাতীয় চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, পল্লবী থানা পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্রসহ তিন জন সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

তবে পল্লবী থানা সূত্রে জানা গেছে, একটি আগ্নেয়াস্ত্র ও চারটি ককটেলসহ একজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়েছিল। ওই সন্ত্রাসীর সঙ্গে থাকা ককটেলগুলো ডিফিউজ করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। ওই ককটেলগুলো ডিফিউজ করতে গিয়ে বিস্ফোরিত হয়ে পাঁচ জন আহত হয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here