ফরিদপুর শহর রক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৯, ২০২০

ফরিদপুর শহর রক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে


ফরিদপুর প্রতিনিধি :

দিন দিন অবনতির দিকে যাচ্ছে ফরিদপুরের বন্যা পরিস্থিতি। ফরিদপুরের পদ্মার পানি দুদিন ধরে অপরিবর্তিত থেকে বিপদসীমার ১১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সদর উপজেলার ফরিদপুর ও গোয়ালন্দ বেড়িবাঁধ সড়কের মোহম্মদপুর এলাকায় শহররক্ষা বেড়িবাঁধ চুয়িয়ে পানি পড়া শুরু করেছে। আর এই বেড়িবাঁধটি শহরের মূল রক্ষাবাঁধ। বাঁধটি কোন মতে ভেঙ্গে গেলে ফরিদপুর শহরে বন্যার পানি প্রবেশ করবে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

এদিকে খবর পাওয়ার সাথে সাথে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ বাঁধ এলাকাটি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে এসপি স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের ত্ববধানে বাঁধটি মেরামত করা হচ্ছে এখন। আর এই সময়ে ওই রাস্তাটি বাশঁ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে সব ধরনের ভারী যানবাহনের চলাচল নিষেধ করা হয়েছে। একই সাথে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হবে এখন থেকে। বেড়িবাঁধটি পানির চাপে ভেঙ্গে গেলে ফরিদপুর শহর সহ আশেরপাশের এলাকা বন্যার পানি প্রবেশ করবে বলেও তিনি জানান।



Post Top Ad

Responsive Ads Here