বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়িয়ে বিল পাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২০

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়িয়ে বিল পাস

সময় সংবাদ ডেস্ক//
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের বয়সসীমা আরো দুই বছর বাড়িয়ে সংসদে বিল পাস হয়েছে। এতে গভর্নরের চাকরির বয়স দুই বছর বাড়িয়ে ৬৫ বছর থেকে ৬৭ বছর করা হলো।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট-২০২০ নামে বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। এরআগে বুধবার বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ অধ্যাদেশে উল্লেখিত ব্যাংকের গভর্নরের কার্যকালের বয়সসীমা ৬৫ বছরের স্থলে ৬৭ বছর করার বিধান করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান অধ্যাদেশটি রহিত করারও বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির মজিবুল হক, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী ও বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।



Post Top Ad

Responsive Ads Here