গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ যুবক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৭, ২০২০

গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ যুবক গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক//
গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ মাহফুজ মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা খেয়াঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

মাহফুজ মোল্লা নড়াইল লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়ফা খেয়াঘাট এলাকায় অভিযান চালালো হয়। এ সময় গতিবিধি সন্দেহ হলে মাহফুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে তিন লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার মাহফুজের বড় ভাই রুবেল মোল্লা ঢাকায় হুন্ডির ব্যবসা করেন। ভাইয়ের সাড়ে তিন লাখ ভারতীয় রুপি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন মাহফুজ। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here