ফরিদপুরে ১৫০জন বন্যার্তকে খাবার দিলো "আমরা সুহৃদ" - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, July 30, 2020

ফরিদপুরে ১৫০জন বন্যার্তকে খাবার দিলো "আমরা সুহৃদ"

 

ফরিদপুর প্রতিনিধি : 

শহরের ভাজনডাঙ্গায় ১৫০ জনকে আজ বৃহস্পতিবার দুপুরে  রান্না করা খাবার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন "আমরা সুহৃদ"। 


জেলাপ্রশাসক অতুল সরকারের তত্বাবধানে সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা মাসুম রেজার পরিকল্পনায় বন্যায় রাস্তার পাশে আশ্রয় নেয়া ভাজনডাঙ্গার দারোগা বাড়ির মোড় এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

এসময় অসহায়, পীড়িত ও দরিদ্র বানভাসিদের মধ্যে খাবার ( খিচুড়ি)  বিতরণের শুভসূচনা করেন "আমরা সুহৃদ" এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আশরাফুল হক বুলেট, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নজরুল ইসলাম, চ্যানেল আই এর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু ও আমরা সুহৃদ এর আহ্বায়ক রেজাউল করিম প্রমুখ।

খাবার বিতরণ কালে "যশোর বাইক" এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

উল্লেখ্য আমরা সুহৃদ এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করে চলছেন বেশ কদিন যাবত। 

No comments: