মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর ডিবি পুলিশের মাদক অভিযানে গাঁজাসহ মোখলেছুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গত বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশ তাকে গাঁজাসহ আটক করে।আটক মোখলেসুর রহমান মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের মিন্টু শেখ এর ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার খানপুর গ্রামে অভিযান চালিয়ে মোখলেসুর রহমানকে আটক করার পর তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।