এবার হজে খুতবা সম্প্রচারিত হবে ‘বাংলায়’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২০

এবার হজে খুতবা সম্প্রচারিত হবে ‘বাংলায়’


সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাস মহামারির কারণে এ বছর হজে অংশগ্রহণের সুযোগ সীমিত রেখেছে সৌদি কর্তৃপক্ষ। তবে এবার দুটি প্লাটফর্মে হজের অন্যতম মূল আনুষ্ঠানিকতা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির দুই পবিত্র মসজিদের জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, আরাফাত ময়দানে সমবেত মুসলমানদের উদ্দেশে দেয়া খুতবা সম্প্রচারের সময় বাংলাসহ মোট দশটি ভাষায় তা অনুবাদ করা হবে।

তিনি জানান, এই বছর আরবি ছাড়াও হজের খুতবা ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রাশিয়ান, হাওসাবী এবং বাংলা ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের হজ আনুষ্ঠানিকতা শুরুর দ্বিতীয় দিনে পবিত্র ওই ময়দানে আরবি ভাষায় এই খুতবা দিয়ে থাকেন সৌদি সরকারের নির্বাচিত একজন প্রতিনিধি। 

গত বছর সরাসরি সম্প্রচারের সময় ওই খুতবা ৫টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়। 

ইসলাম ধর্মের প্রচারক মহানবী হজরত মোহাম্মাদ (সা.) আরাফাত ময়দানে তার বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, এর মধ্য দিয়ে ধর্ম পূর্ণতা পায়। 

আরাফাত দিবসের পর দিন শুরু হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

প্রতিবছর হজে সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ অংশ নেয়। তবে এবছর বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারির কারণে কেবলমাত্র সৌদি আরবে আগে থেকে অবস্থানরতরাই এতে অংশ নেয়ার অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশ বিদেশি এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক।


Post Top Ad

Responsive Ads Here