মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে পৌরসভার পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের মসজিদ, ঈদগাহ,মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় (০৭-০৭-২০) পৌরসভার সম্মেলন কক্ষে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করণের জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় ২ নং ওয়ার্ডের বোসপাড়া বাইতুল আতিক জামে মসজিদ সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা, ৭ নং ওয়ার্ডের মিয়াপাড়া জামে মসজিদ সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা, ৪ নং ওয়ার্ডের শেখপাড়া ঈদগাহে মিনার স্থাপন করণের জন্য ৭০,০০০ টাকা, ৩ নং ওয়ার্ডের তাঁতীপাড়া জামে মসজিদ সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা,২ নং ওয়ার্ডের হালদারপাড়ায় মন্দির সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা,২ নং ওয়ার্ডের নায়েব বাড়ি মন্দির সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা,৭ নং ওয়ার্ডের হরিসভা মন্দির সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা, ৬ নং ওয়ার্ডের কালী মন্দির সংস্কার করণের জন্য ৪৩,৫০০ টাকা ও ৬ নং ওয়ার্ডের এস এস কিন্টার গার্ডেন সংস্কার করণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।