সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে গত ১২ জুলাই থেকে শুরু হওয়া অনলাইন ক্লাস এই সময়ে চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগের মতোই চলবে। এক্ষেত্রে অফিসে প্রবেশে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও গত ৫ আগস্টে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজের ও অন্যদের সুরক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এ সময়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রবেশ বা অবস্থান করতে পারবে না।
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

