মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরের গাংনীতে বাঁশবাড়ীয়া বাজারে এক মুদী ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল রবিবার দুপুরে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজারের মিজান স্টোরের নিকট থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত সিগারেট ও বিড়ি বিক্রীর দায়ে এ জরিমানার টাকা আদায় করা হয়। সেই সাথে জব্দ করা হয়েছে ২২ হাজার ৯শ’ ৮০ টাকা মূল্যের ৮৪০০শলাকা পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত পূর্বানি সিগারেট ও ৬০০০স্টার বিড়ি জব্দ করা হয়েছে। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব পুরাতন বিড়ি ও সিগারেট জব্দ করা হয়। মিজান স্টোরের সত্বাধিকারী মিজানুর রহমান বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মরহুম হাজী আজিজুর রহমানের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম।এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দোলা রেজা ও জেলা পুলিশের একটি বিশেষ টিম।

