ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৯, ২০২০

ফরিদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক


সময় সংবাদ ডেস্ক//
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) মো. সালাহউদ্দিন নামে এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চারটি বই জব্দ করা হয়।

এটিউই’র পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, আটক সালাহউদ্দিন 'গাজওয়াতুল হিন্দ' প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছিল। তিনি রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Post Top Ad

Responsive Ads Here