মেসিকে আর্জেন্টিনায় ফেরাতে বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২৮, ২০২০

মেসিকে আর্জেন্টিনায় ফেরাতে বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ

সময় সংবাদ ডেস্ক//
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান এটা পুরনো খবর। এই ফরোয়ার্ড বার্সা ছাড়লে কোথায় যাবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে আর্জেন্টাইন ভক্তরা চাচ্ছেন, এবার নিজ দেশে খেলতে আসবেন মেসি। লিওকে শৈশবের ক্লাব নিওয়েলসে ফেরানোর জন্য এরই মধ্যে তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন ভক্তরা।

নিওয়েলস ক্লাবের সঙ্গে বলা যায় মেসির নাড়ির টান রয়েছে। এই ক্লাবেই যে মাত্র ৬ বছর বয়সে তার ফুটবলের হাতেখড়ি। নিওয়েলস ক্লাব কর্তৃপক্ষ এখনো মেসিকে নিয়ে আসার ব্যাপারে কিছু বলেনি। তাই ভক্ত-সমর্থকরা ক্লাব কর্তৃপক্ষকেও মেসির সঙ্গে কথা বলতে চাপ দিচ্ছে। 

এর আগে অনেকবারই নিওয়েলসে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন মেসি। তিনি এই ক্লাবের হয়েই বুট জোড়া তুলে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। তাই মেসির বার্সা ছাড়ার খবরে ঘরের ছেলেকে ঘরে ফিরে পেতে মরিয়া রোজারিওর সমর্থকরা।

এ বিষয়ে এক ভক্ত বলেন, মেসি সবসময় বলেছে সে নিওয়েলসে ফিরতে চায়। আমাদের এবার সুযোগ এসেছে। তার দৃষ্টি আকর্ষণ করতেই আমরা এখানে এসেছি। বার্সেলোনা নয়, নিওয়েলসই তার ক্লাব। লিওকে বলবো তুমি ফিরো এসো। আমরা তোমাকে বরণ করতে উন্মুখ হয়ে আছি।

মেসি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তার বাড়ির সামনেই থাকবেন বলে জানিয়েছেন অনেক ভক্ত। তবে মেসি এ ব্যাপারে এখনো কিছু বলেননি। 


Post Top Ad

Responsive Ads Here