কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ০৮, ২০২০

কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০


সময় সংবাদ ডেস্ক//
ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। এতে পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা শঙ্কাজনক।

সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার মধ্যরাতেই উদ্ধারকাজ শেষ হয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি টুইটারে দেয়া এক পোস্টে জানিয়েছেন, এ ঘটনা তদন্তের জন্য এরইমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় বলেছেন, কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছে এবং উদ্ধার কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ে রাত পৌনে ৮টার দিকে অবতরণের সময় রানওয়েতেই পিছলে যায়। বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু  ছিলেন। 


Post Top Ad

Responsive Ads Here