সময় সংবাদ ডেস্ক//
অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রকল্পে অন্যতম প্রধান অংশীদার হিসেবে কাজ করছে ভারতের এই প্রতিষ্ঠান। সংস্থাটির বানানো ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে ৩ ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় মাত্র ২৫৪ টাকা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রচেষ্টার এই ভ্যাকসিন তৈরির দায়িত্ব নিয়ে পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বেশ পরিচিতি পাচ্ছে। তাদের এই উদ্যোগে সংস্থাটির সঙ্গে রয়েছেন বিল গেটস। এছাড়া করোনার ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে গেভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
এই চুক্তির অন্যতম উদ্দেশ্য হলো, অনুন্নত দেশগুলোতে খুব সস্তায় ভ্যাকসিনটি পৌঁছে দেয়া। ভারত ছাড়াও বিশ্বের আরো ৯২টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে সিরাম। সেজন্য ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য গেভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১৫ কোটি ডলার তুলে দিয়েছে প্রস্তুতকারক সংস্থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অক্সফোর্ডের ভ্যাকসিনই আপাতত সবচেয়ে এগিয়ে। অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল ব্যাপক হারে ভারতেও হবে বলেও জানানো হয়েছে। এছাড়া ভারতের আইসিএমআর-ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাকসিন, জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি, মডার্না, ফাইজারের মতো সংস্থাও ভ্যাকসিন নিয়ে কাজ করে চলেছে।

