সময় সংবাদ ডেস্ক//
দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় নিহত তানভীর আহামেদ মুকুলের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজবল্লভপুরের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা-স্ত্রী ও স্বজনরা।
নিহতের স্বজনরা জানান, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকায় পারি জমান রাজবল্লভপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক নাঈমুল হকের ছোট ছেলে তানভীর আহামেদ মুকুল। ২০১৩ সালে দেশে ফিরে বিয়ে করেন তিনি। মাইশা ও তাইবা নামে তার দুটি মেয়ে রয়েছে। সর্বশেষ ২০১৬ সালে দেশে আসেন তানভীর। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকায় ভ্যরাইটিজ ব্যবসার প্রসার ঘটান। বৃহস্পতিবার দুপুরে তানভীরের মৃত্যুর সংবাদ পায় পরিবার। এরপর থেকেই তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
সরেজমিনে দেখা গেছে, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন তানভীরের স্ত্রী উম্মে ফারজানা আক্তার। স্বামীর মরদেহ দেখার জন্য বারবার আর্তনাদ করে মূর্ছা যাচ্ছেন তিনি।
নিহতের বড় ভাই মো. ইকবাল হোসেন বলেন, তিন ভাই ও ছয় বোনের মধ্যে তানভীর সবার ছোট। সে ছিল সবার আদরের। কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে তাকে এভাবে জীবন দিতে হবে কখনো ভাবিনি। আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।