কলাপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৯, ২০২০

কলাপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি //
কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব’র ৯০ তম জন্মবার্ষিকী পলিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার ছয়জন নারীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,   উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, মহিপুর থানা যুবলীগ আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ। 

বক্তারা বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগীতা করেছেন। ছাঁয়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সভা শেষে ছয়জন অসহায় নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


Post Top Ad

Responsive Ads Here