বড়াইগ্রামে ইউএনও আনোয়ার পারভেজের বিদায় সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৩, ২০২০

বড়াইগ্রামে ইউএনও আনোয়ার পারভেজের বিদায় সংবর্ধনা

আব্দুল বারী, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি//
নাটোরের বড়াইগ্রামের উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ এর বিদায় সংবর্ধনা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান আতা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, ইউএনও'র সহধর্মিনী মাহমুদা আক্তার তিথি, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাবু গৌরপদ মন্ডল, উপজেলা আ'লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ। বিদায় সংবর্ধনায় উপজেলা পরিষদ, বনপাড়া পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, চালকল মালিক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, দলিল লেখক সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী শুভেচ্ছা প্রদান করেন।

উল্লেখ্য, ইউএনও আনোয়ার পারভেজ ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে বড়াইগ্রামে যোগদান করেন। তিনি আগামী সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আপাতত সহকারী কমিশনার (ভ‚মি) মোহাইমেনা শারমিন ভারপ্রাপ্ত হিসেবে এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

Post Top Ad

Responsive Ads Here