রিফাত হত্যায় শিশু আদালতে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৩, ২০২০

রিফাত হত্যায় শিশু আদালতে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

সময় সংবাদগ ডেস্ক//
বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে শিশু আদালতে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির।

এর আগে করোনার পূর্ববর্তী সময়ে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। করোনার পর কোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে রোববার থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু করে আদালত। 

রোববার সকাল ১০টায় বরগুনার শিশু আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ূণ কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান। সাক্ষ্যগ্রহণ উপলক্ষে কারাগারে থাকা এ মামলার সাত আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা অপর সাতজন অপ্রাপ্তবয়স্ক আসামি। 

শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিশু আদালতে আজকে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য চলছে। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে এ মামলায় ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ছাড়ে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত এবং বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।



Post Top Ad

Responsive Ads Here