মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শহরের কোর্ট মোড় এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এস আই হারুন শেখ ও এ এস আই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের মিকাইলের ছেলে বজলু(৩২) তার স্ত্রী মুক্তি(২৬) ও একই গ্রামের আদম আলীর ছেলে আজিম(৩৩) । মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩।