মেহের আমজাদ,মেহেরপুর//
সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ ও সড়ক পাকা করণের দাবীতে মানব বন্ধন করেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা বাগানপাড়ার বাসিন্দারা।গতকাল বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে এলাকার ভুক্তভোগী জনগণ সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ ও মানব বন্ধনের আয়োজন করে। মানব বন্ধনে বক্তারা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রামের মানুষের চলাচল ও ফসল ঘরে নিয়ে আসার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সড়কের আইডি না থাকায় রাস্তাটি পাকা করণের উদ্যোগও নেয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে মানুষের চলাচল ও মাঠের ফসল ঘরে তুলতে বেশ কষ্ট পেতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখেরুজ্জামান জানান, তিনি উদ্যোগ নিয়ে এ রাস্তাটিতে প্রায় ৭শ’ ফিটের মত ফেয়ারিং বন্ডের কাজ করা সম্ভব হয়েছে। তবে আর্থিক স্বল্প বরাদ্দের কারণে বাকি কাজ করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, এ রাস্তাটির আইডি করণের জন্য তিনি গত দু’মাস পূর্বে নথিপত্র তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন।

