ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২০

ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে এক কিশোরীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গত দশ দিন আগে তাকে ধর্ষনের ঘটনার স্বীকার হন। তবে ধর্ষকদের হুমকির কারণে অসহায় ওই পরিবারটি আইনের আশ্রয় নেওয়াসহ কিশোরীর চিকিৎসা করাতে পারেনি। 


বুধবার ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীটি হাসপাতালে ভর্তি হওয়ার পর ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়।


এর পরে বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ধর্ষণের সঙ্গে জড়িত চার তরুণকে গ্রেপ্তার করে।  


এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে পাঁচ তরুণের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।


মামলার এজাহার অনুযায়ী, ওই কিশোরীর বাবা একজন অসুস্থ ব্যক্তি। গত ১১ আগস্ট মাগরিবের নামাজের পর ওই কিশোরী শহরের গোয়ালচামট মহল্লার লাক্সারি হোটেল সংলগ্ন এলাকায় অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে যায়। ওই সময় পাঁচজন তরুণ ওই কিশোরীকে জাপটে ধরে মুখ আটকে শ্রীঅঙ্গন এক নম্বর গলির মাথায় সন্তোষ সাহার বাড়ির পেছনে নিয়ে যায়।  


ওই কিশোরীকে নেওয়ার পর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক বিহারি কলোনি এলাকার আসিবুর রহমান ওরফে আপন (২৪), ইমরান শেখ (২৪) ও পাপন শেখ (২৩) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই কিশোরীকে ধর্ষণ করেন। একাজে পাহারা দিয়ে ওই তরুণদের সাহায্য করে  একই এলাকার নান্নু শেখ (২৪) ও মালেক সরদার (২৪) নামে অপর দুই তরুণ। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে তাকে শ্রীঅঙ্গণ পুকুর পাড়ে রেখে যায়। যাওয়ার সময় ওই এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, গত বুধবার ওই কিশোরী হাসপাতালে ভর্তি হলে ধর্ষণের ঘটনাটি পুলিশের গোচরে আসে। পরে ওই তরুণীর সঙ্গে কথা বলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চার তরুণকে গ্রেপ্তার করা হয়।   শুক্রবার ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ওই তরুণদের জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে  সোপর্দ করা হবে।  


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। 

Post Top Ad

Responsive Ads Here