সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৩, ২০২০

সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


সময় সংবাদ ডেস্ক//
সুনামগঞ্জের তাহিরপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজারে এ সংঘর্ষ হয়।

উপজেলার উত্তর শ্রীপুর ইউপির গোলকপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের ও একই গ্রামের অমৃতপুরের বাসিন্দা শফিকুল ইসলাম সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।

আবুল খায়ের পক্ষের আহতরা হলেন- আবুল খায়ের, মনসাদ, মনির হোসেন, জাকারিয়া, সেলিম, আশরাফুল, আব্দুল্লাহ,পারভেজ, কোকিল মিয়া, জাফর আলী, সুনামগঞ্জ রের্ফাড সর্ব সাং গোলকপুর, হবিব মিয়া, জাফর আলী, আরিফ, রফিক মিয়া, আল ইসলাম, সাইবুল, সাইকুল, হাবিবুল, সাদিকুল, সবুজ মিয়া, উকিল মিয়া সর্ব সাং বালিয়াট, সাজুল মিয়া, সাং বানিয়াগাঁও। 

শফিকুলের পক্ষের আহতরা হলেন- সুয়েল, জাকির হোসেন, কামরুল, কিবরিয়া, শোভা মিয়া, আলফাজ, ফকির আলম, কাবিল মিয়া সেনাজুল, সিরাজুল, হৃদয়, শামীম, শাহ জাহান, জবরুল, আকিকুল, দুলাল, শোয়েব সর্ব সাং অমৃতপুর।

বালিঘাঘাট নতুন বাজারের ব্যবসায়ীরা জানান, আবুল খায়ের ও  শফিকুল ইসলামের মধ্যে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার এবং গ্রাম পার্শ্ববর্তী শিংরার ধাইর নামক একটি জলমহাল নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে শনিবার সকালে বালিয়াঘাট বাজারে শফিকুল ইসলামের লোকজন ও আবুল খায়েরের লোকজন কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। 

এরপর বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহত ২০ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অপর তিনজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে ।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বালিয়াঘাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here