সময় সংবাদ ডেস্ক//
করোভাইরাসের প্রাদুর্ভাবের সময় ৭ পেরিয়ে ৮ মাসে পড়েছে। কিন্তু কোনো কিছু দিয়েই অপ্রতিরোধ্য ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরং দিন দিন এর প্রকোপ বাড়ছেই। বিশ্বে এ পর্যন্ত দু’কোটি ছাড়ালো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ হাজার ১৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ৩৪ হাজার ২০ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, ১ কোটি ২৯ লাখ ৬৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ১ হাজার ছাড়িয়েছে। নতুন ২২ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ এখনো বাড়ছে।
এরপরই দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ১৪ হাজার ১৩৭ জন।
ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

