সময় সংবাত ডেস্ক//
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের লিটল বাংলাদেশ এলাকায় ওই সমাবেশ হয়। এ সময় রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা যোগ দেন।
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন এমন খবরে ক্যালিফোর্নিয়ার বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য। প্রবাসীরা অবিলম্বে রাশেদ চৌধুরীকে দেশে পাঠিয়ে তার ফাঁসির রায় কার্যকর করার আহবান জানিয়েছে।
রাশেদ চৌধুরীর মামলা আবার সচল করায় তারা মার্কিন এটর্নি জেনারেল বিল বার্ককে তারা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার আহবান জানান তারা। শোকাবহ আগস্ট মাসেই রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

