স্ত্রীর মারপিটে আহত রাজনৈতিক নেতাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২১, ২০২০

স্ত্রীর মারপিটে আহত রাজনৈতিক নেতাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর

সময় সংবাদ ডেস্ক//
মাদারীপুরে পারিবারিক কলহের জেরে একটি রাজনৈতিক দলের নেতাকে শিল দিয়ে পিটিয়ে আহত করেছেন তার স্ত্রী মিলি আক্তার। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম ইলিয়াস আহম্মেদ। তিনি মাদারীপুর জেলায় একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাৎক্ষণিকভাবে ইলিয়াস আহম্মেদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ইলিয়াস আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা। পারিবারিক কলহের জেরে ভোরে মসলা বাটার শিল দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন স্ত্রী মিলি। এছাড়া হাতেও আঘাত করেন তাকে। 

ইলিয়াস আহম্মেদের মামা মো. শহীদ বলেন, এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। ইলিয়াসের স্ত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর তিনি বাড়ি থেকে চলে গেছেন।

মাদারীপুর সদর হাসপাতালের ডাক্তার অখিল সরকার বলেন, সকালে গুরুতর আঘাত নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ইলিয়াস আহম্মেদ। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম জানান, পারিবারিক ঝগড়া থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। তবে তার পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।



Post Top Ad

Responsive Ads Here