সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে ডিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৫, ২০২০

সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে ডিবি

সময় সংবাদ ডেস্ক//
করোনা পরীক্ষা (কোভিড-১৯) নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেবে ডিবি। 

জানা গেছে, বুধবার দুপুরের পর ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চার্জশিটে সাবরিনা ও আরিফকে করোনা টেস্ট জালিয়াতির মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকিরা তাদের প্রতারণা ও জালিয়াতি করতে সহযোগিতা করেছেন বলে বলা হয়েছে। এরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

এর আগে বুধবার সকাল ১০টায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরিফ ও সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আজ দুপুরের পর ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হবে।

করোনাভাইরাসের পরীক্ষায় প্রতারণার অভিযোগে ২৩ জুন আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা-পুলিশ। ২৪ জুন আরিফ চৌধুরী ও সহযোগী সাঈদ চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। পরে তার স্ত্রী ডা. সাবরিনাকে গ্রেফতার করে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। 

তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। পরে তাদের দুজনের মুখোমুখি জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয়। এ সময় তার একে অপরের ওপর দোষ চাপান।


Post Top Ad

Responsive Ads Here