যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালালো হারিকেন ইসাইয়াস, নিহত ৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৫, ২০২০

যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালালো হারিকেন ইসাইয়াস, নিহত ৬


সময় সংবাদ ডেস্ক//
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইসাইয়াস। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ। বিধ্বস্ত হয়েছে বহু ঘর-বাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা। 

সংবাদ মাধ্যম বিবিসির খবরে জানা যায়, ইসাইয়াসের তাণ্ডবে দেশটির উত্তর ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর প্রায় ৩৪ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে অনেক গাছপালা।

ক্যাটাগরি-১ ঝড়ে রূপ নেয়া ইসাইয়াস সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০মিনিটে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে উত্তর ক্যারোলাইনার উইলমিংটন ও দক্ষিণ ক্যারোলাইনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউইয়র্কে। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি নেমে আসে। মাত্র ৪০ মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে গেছে। 

এর আগে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে নিউইয়র্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসাইয়াস। নিউইয়র্কে ঘূর্ণিঝড় ইসাইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল। শহরের বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। কোথাও কোথাও ঘর-বাড়িও ভেঙে পড়েছে।

নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, শহরের ব্রায়ার উডে গাছ ভেঙে পড়ে ঘর ভেঙে মারিও সাইলস নামে ৬০ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। এছাড়া নর্থ ক্যারোলাইনায় দুজন, মেরিল্যান্ডে একজন, ডেলায়ারে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চল ও বাহামায় ঘূর্ণিঝড়ে মারা যায় আরো দুজন। 

জানা গেছে, ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে হাডসন নদীর অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। নিউজার্সি ট্রানজিটসহ কিছু স্থানে ফেরি ও রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। নিউজার্সির গভর্নর ঝড়ের তাণ্ডবের কারণে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।

Post Top Ad

Responsive Ads Here