হামলাকারীর কাছে কারণ জানতে চায় বেঁচে যাওয়া এক শিশু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৯, ২০২০

হামলাকারীর কাছে কারণ জানতে চায় বেঁচে যাওয়া এক শিশু


সময় সংবাদ ডেস্ক//
হামলাকারীর কাছে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার কারণ জানতে চায় বেঁচে যাওয়া ৬ বছর বয়সী এক শিশু। আদালতের উপস্থিতিতে ব্রেন্টন ট্যারেন্টকে জিজ্ঞাসা করতে চান কেন এই হামলা তিনি চালিয়েছিলেন।

ডেইলি মেইলর একটি প্রতিবেদন অনুসারে, ওই শিশুটি হামলার শিকার সবচেয়ে ছোট ব্যক্তি। মস্তিষ্কে ভয়ঙ্কর আঘাত পায় সে। হামলার সময় তার বয়স ছিল চার বছর। 

তার বাবা জানান, অনেকটা সুস্থ হয়ে উঠেছে সে এবং আস্তে আস্তে তার স্মৃতি ফিরতে শুরু করেছে। তিনি বলেন, ‘মেয়ে আমাকে প্রশ্ন করছে, কেন আমি হামলার শিকার হয়েছিলাম? আর একই প্রশ্ন সে আদালতে করতে চায়। তিনমাস সে হাসপাতালের বিছানাই কাটিয়েছে।

তবে এই ছোট শিশু তার পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক। তার বাবা বলেছেন যে তিনি তার বাচ্চার সুস্থতার জন্যই আদালতে ওই বন্দুকধারী মুখোমুখি দাঁড়াতে চান। তার উপর কি প্রভাব পড়ে তা দেখতে চান। 

এ বিষয়ে মনোবিজ্ঞানী সারা চাটউইন বলেছিলেন, যে শিশুরা সাধারণত আদালতে কথা বলতে না পারলেও ভুক্তভোগীদের জন্য প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। এতে করে শিশুটির ক্ষোভও কিছু অংশে কমতে পারে।

বিচারক জানিয়েছেন, ব্রেন্টনের সাজা ঘোষণার জন্য এরই মধ্যে তিনটি দিন নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজন পড়লে আরো বেশি সময় ধরে এর শুনানি চলতে পারে। ট্যারেন্টের মামলার রায় আগেই ঘোষণা করার কথা ছিল। কিন্তু করোনা সংকটের কারণে দেরি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  



Post Top Ad

Responsive Ads Here