মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২০

মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর


   
সময় সংবাদ ডেস্ক//
রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আহত অবস্থায় আরেক জনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, সকালে সোনাপুর মোড়ে মোটরসাইকেল ও মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছেন।


Post Top Ad

Responsive Ads Here