সময় সংবাদ ডেস্ক//
সম্প্রতি পুলিশের সঙ্গে মারামারি করে আলোচনায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। জানা গেছে, পুলিশ সদস্যদের সঙ্গে মারামারির এক পর্যায়ে লাথিও মারেন তিনি। পরে তার বিরুদ্ধে যেন মামলা করা না হয় সেজন্য ঘুষের প্রস্তাব দিয়েছিলেন ম্যাগুয়ার।
ইপিএল শেষে ছুটি কাটাতে গ্রিসের মাইকোনেস দ্বীপে গেছেন ম্যাগুয়ার। সেখানেই প্রথমে কয়েকজন ব্রিটিশ নাগরিক ও পরে গ্রিক পুলিশের সঙ্গে মারামারি করেছেন এই ইংলিশ ডিফেন্ডার।
ঘটনা শুরুর বিষয়ে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, ‘সেদিন শুরু থেকেই কিছু লোক ম্যাগুয়ারকে উসকানি দিচ্ছিল। তারা বারবার ইউনাইটেডকে গালি দিচ্ছিল ও সঙ্গে থাকা নারীদের নিয়ে কটূক্তি করছিল। একপর্যায়ে হ্যারি খেপে যায় এবং দুই পক্ষের মাঝে মারামারি শুরু হয়।’
এরপর বলা হয়েছে, ‘কিছুক্ষণের মাঝেই মারামারি থামাতে দুই পুলিশ অফিসার চলে আসে। কিন্তু তখন ম্যাগুয়ার খেপে গিয়ে তাদের বলেন, গেট আউট! তোমাদের এ বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিরক্ত হয়ে তাকে গ্রেপ্তার করতে চাইলে এই ডিফেন্ডার পুলিশদের মারা শুরু করেন। পরে আরো দুই-তিনজন পুলিশ আসে, তবুও তাকে ঠিকমতো থামাতে পারেনি। এই ঘটনায় অন্তত একজন পুলিশ আহত হয়েছে।’
মাইকোনেস পুলিশের মুখপাত্র পেত্রোস ভ্যাসসিলাকিস এ ব্যাপারে বলেন, যখন ঝগড়া থামে তখন পুলিশ অফিসারদের গালাগালি শুরু করে ম্যাগুয়ার। একপর্যায়ে মারামারি শুরু হয়। ম্যাগুয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুলিশদের ঘুষি মেরেছেন ও মাটিতে পড়ে থাকা পুলিশদের লাথি মেরেছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে আরো দাবি করা হয়, গ্রেপ্তারের পর কার বিরুদ্ধে যেন মামলা করা না হয় সেজন্য পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়া হয়। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আইনি পথে হেঁটেছে পুলিশ। ম্যাগুয়ারসহ তিনজনকেই হাজতে রাখা হয়েছিল। অবশ্য এরইমধ্যে এই ডিফেন্ডার আদালত থেকে জামিন পেয়েছেন বলে জানা গেছে।

