চুরির অপবাদে মা-মেয়েকে নির্যাতনকারীর তিন সহযোগী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

চুরির অপবাদে মা-মেয়েকে নির্যাতনকারীর তিন সহযোগী গ্রেফতার

সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের চকরিয়ায় নির্যাতিত সেই মা-মেয়ে ও ছেলেসহ পাঁচজনকে গরু চুরির মামলায় কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সুশীল সমাজ। তদন্ত না করে মামলা রেকর্ড করায় তারা চকরিয়া থানার ওসির প্রত্যাহার ও শাস্তির দাবি জানিয়েছে তারা। 

সোমবার ভোররাতে অভিযান চালিয়ে মা-মেয়েকে নির্যাতনকারী সেই চেয়ারম্যান মিরানুল ইসলামের তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, চুরির মামলার বাদী পহরচাঁদা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হকের ছেলে 
নজরুল ইসলাম, নির্যাতনকারী চেয়ারম্যানের সহযোগী ইমরান হোসনের ছেলে জসিম মিয়া ও জিয়াউল হকের ছেলে নাসির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানের সঙ্গে হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের ঘুষ বাণিজ্যের আঁতাঁত রয়েছে। ইউপি চেয়ারম্যান দাপট দেখিয়ে নিরীহ লোকদের ওসির হাতে তুলে দিয়ে টাকা আদায় করে ভাগবাটোয়ারা করার অভিযোগ রয়েছে। ওসি হাবিবুর রহমান ও ইন্সপেক্টর আমিনুলের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে পটিয়ার এক প্রবাসীকে গুলি করে হত্যার অভিযোগে কয়েকদিন আগে পটিয়া আদালতে মামলা দায়ের হয়েছে।

মামলাটি সিআইডি তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওসি হাবিবুর রহমান এরআগেও কক্সবাজার জেলায় উখিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে অন্যত্র বদলি হয়ে যান। কিছুদিন যেতে না যেতেই তিনি আবারো কক্সবাজারে বদলি হয়ে আসেন। গত কিছুদিন ধরে চকরিয়ায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। বৃদ্ধকে উলঙ্গ করে মারধর, চুরি-ডাকাতি, মাদক কারবার বৃদ্ধিসহ বেআইনি কার্যকলাপ ঘটছে অহরহ। আইনের দৃষ্টিতেও নারীর প্রতি অমানবিকতা গর্হিত অপরাধ হওয়া সত্ত্বেও ওসি এবং আইসি দুস্কৃতিকারী কাউকে গ্রেফতার না করে চেয়ারম্যান মিরানুল ইসলামের ষড়যন্ত্রে উল্টো মা-মেয়ে ও ছেলেকে কারাগারে পাঠায় পুলিশ। তবে পুলিশ সদস্যরা সোমবার ভোররাতে অভিযান চালিয়ে মা-মেয়েকে নির্যাতনকারী সেই চেয়ারম্যান মিরানুল ইসলামের তিন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপরদিকে ওই ঘটনায় পাঁচজনের মধ্যে মা-মেয়েসহ তিনজনের জামিন দিয়েছে আদালত। সোমবার সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এই জামিন দেন।

চকরিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় ঘটনাটি তুলে ধরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেবের আদালতে আসামিদের জামিনের জন্য প্রার্থনা করেন অ্যাডভোকেট ইলিয়াছ আরিফের নেতৃত্বে একদল আইনজীবী। 

এ সময় আদালতের বিচারক রাজিব কুমার দেব আসামিদের আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন। পরে পুলিশ সোমবার সকালে মা পারভীন আক্তার ও মেয়ে সেলিনা আক্তারকে আদালতে উপস্থিত করেন। এ সময় আদালত মা-মেয়েসহ তিনজনকে জামিন দেন। অন্য দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।



Post Top Ad

Responsive Ads Here