মেহেরপুরে সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১২, ২০২০

মেহেরপুরে সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন

মেহের আমজাদ,মেহেরপুর //
সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে মেহেরপুরে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। করোনার কারণে এ বছর জন্মাষ্টমী মেহেরপুরে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। ছিলোনা  জন্মাষ্টমীর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্য সব আচারবিধি পালন করেছে মেহেরপুরের মন্দির গুলি । গতকাল মঙ্গলবার রাতে পূজা-অর্চনা অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।   মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি মন্দির, শ্রী শ্রী হরি ভক্তি প্রদায়িনী পূজা মন্দির, হালদারপাড়া মন্দিরে পূজা-অর্চনা অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here