মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দৈনিক খবর এর জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ এর মেহেরপুর অফিস প্রধান সাংবাদিক মেহের আমজাদএর স্ত্রী সহ ২ জনের উপরে হামলা চালোনো হয়েছে । আহত সাংবাদিক মেহের আমজাদ এর স্ত্রী বেদনা খাতুন ও তার ভাই শামসুল হক ওরফে কাকাকে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বামনপাড়া গ্রামের ইসাহাক মীরের ছেলে জুয়েল (৩৫) আলম মীরের ছেলে হুদা (৫৫) ও মোকসেদ মীরের ছেলে হারু মীর(৪৬) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলাকাররীরা লাঠি সোটা,সাবল ও হাসুয়া নিয়ে বেদানা খাতুন ও শামসুল হকের উপর হামলা চালায়। এ ঘটনায় শামসুল হক ওরফে কাকা বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৩। মামলার বাদি ও তার স্বজনরা জানান, আসামীরা প্রাণে মেরে ফেলার হুমকি অব্যাহত রেেেখছে।