খনিতে পাওয়া গেল ১৩৫ কোটি টাকার এক খন্ড হীরা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

খনিতে পাওয়া গেল ১৩৫ কোটি টাকার এক খন্ড হীরা!


সময় সংবাদ ডেস্ক//
খনি থেকে ১৩৫ কোটি টাকার এক খন্ড হীরার সন্ধান পেল এক শ্রমিক। দক্ষিণ আফ্রিকার লেজোতোর একটি খনিতে কাজ করতে গিয়ে একজন শ্রমিক ৪৪২ ক্যারেটের হীরাটি উদ্ধার করেন।

ব্লুমবার্গ’র একটি প্রতিবেদন অনুসারে, একজন বিশ্লেষণ জানান, ওই হীরেটির বাজারদর প্রায় ১৮ মিলিয়ান ডলার বা আনুমানিক ১৩৫ কোটি টাকা।

বড় আকার ও দুষ্প্রাপ্য হীরার জন্যই লেজোতোর লেতসেঙ খনি বিখ্যাত। এখানকার হীরে সবচেয়ে বেশি দামে বাজারে বিক্রি হয়। কয়েকবছর আগে ৯১০ ক্যারেটের গল্ফ বলের আকারের একটি হীরার খোঁজ মেলে ওই খনিতেই। ৪০ মিলিয়ান ডলারে বিক্রি হয়েছিল সেই হীরে।

খনির কর্তৃপক্ষ জানিয়েছে, অতিমারি আবহে কিছুটা হলেও কমেছে গয়নার চাহিদা। গয়না তৈরি করার জন্য ছোট আকারের হীরা প্রয়োজন। কিন্তু বড় হীরার বাজার প্রায় একই রয়েছে। এই হীরাটিও সঠিক মূল্যে বিক্রি হবে বলেই আশাবাদী তারা।

Post Top Ad

Responsive Ads Here