ফরিদপুরে এক নারী সহ দুজনের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২০

ফরিদপুরে এক নারী সহ দুজনের লাশ উদ্ধার


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পৃথক দুটি স্থান থেকে এক নারী সহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের বিল এলাকা থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক মহিলার(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ১০টার দিকে পুলিশ অজ্ঞাতনামা ওই মহিলার লাশ উদ্ধার করে। লাল পায়জামা ও সাদা রঙের জামা পরিহিত রয়েছে লাশের গায়ে। এছাড়া একটি রড ও কাল দড়িসহ একটি ওজনবাট খারা পাথর আলামত হিসাবে জব্দ করা হয়েছে। আর এ ঘটনায় জরিত থাকার সন্দেহে সিংগারিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

রাতেই ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় শত শত গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।


অপরদিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নিজ বাড়ীর একটি গাছ থেকে পরিবহন বাসের সুপার ভাইজার আইয়ুব আলী হাওলাদার(৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তিনি গাছে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


এদিকে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। #

Post Top Ad

Responsive Ads Here