ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২১, ২০২০

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন


সময় সংবাদ ডেস্ক//
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার রাজধানীতে নিজ বাসায় ৮৫ বছর বয়সে তার মৃত্যু হয়। শুক্রবার বাদ জুমা নরসিংদীতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদের ছোট মেয়ে বিআইডিএসের গবেষক ও অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজিরউদ্দিন আহমেদের জন্ম ১৯৩৬ সালে নরসিংদীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে শিক্ষা প্রশাসনে ডিগ্রি অর্জন করেন।

অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ নরসিংদীর হাজী সলিমুদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। কর্মজীবনে তিনি খুলনা আযম খান কমার্স কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, করোটিয়া সাদত কলেজ এবং ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here