ফরিদপুরের ভাঙ্গায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২০

ফরিদপুরের ভাঙ্গায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত


 
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা পৌরসভা এলাকায় উপজেলা যুবদল এই কর্মীসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আ্যডভোকেট আবু সেলিম চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ মিলন, কামাল আনোয়ার সরোয়ার হোসেন, আরিফুজ্জামান, জেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, যুবদলের নেতাকর্মীরাই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করবে। শত জুুলুম, শত অত্যাচারেও রাজপথ থেকে আমাদের কেউ হটাতে পারবে না। সেজন্য নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। সাহসী ও ত্যাগীদের নেতৃত্বে আনতে হবে। তারা আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার নেতৃত্বে আমরা জুলুমের শাসনের অবসান ঘটাব।

Post Top Ad

Responsive Ads Here