সাদেক বাচ্চুর মরদেহ দাফনের দায়িত্ব আঞ্জুমানের - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, September 14, 2020

সাদেক বাচ্চুর মরদেহ দাফনের দায়িত্ব আঞ্জুমানের


সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সাদেক বাচ্চুর মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে। জানা গেছে এ অভিনেতার দাফনের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম। 

অভিনেতা শিবা শানু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাচ্চু ভাইয়ের মরদেহ এখনো হাসপাতালেই রয়েছে। সেখান থেকে মরদেহ বের হবে আঞ্জুমানের দায়িত্বে। তারাই সামাজিক দূরত্ব ও করোনার বিধিনিষেধ মেনে গোসল, জানাজা ও দাফন করার ব্যবস্থা নিচ্ছে। তার দাফন কোথায় হবে সেটি এখনো নিশ্চিত নয়। 

সাদেক বাচ্চুর মরদেহ এফডিসিতে আনা হবে কী না সে বিষয়ে জানতে চাইলে শিবা শানু বলেন, এখন পর্যন্ত বিষয়টি ঠিক হয়নি। আমরা তো চাইছি প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ, দীর্ঘদিনের সহকর্মী সাদেক বাচ্চু ভাইকে এফডিসিতে নিয়ে শেষ বিদায় জানাতে। 

এদিকে সাদেক বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এই অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও অনুরাগীরা।


No comments: