ভারতের সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল মারা গেছেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২০

ভারতের সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল মারা গেছেন


সময় সংবাদ ডেস্ক//
ভারতের সাবেক ক্রিকেটার সাদাশিব পাতিল মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৬ বছর। গতকাল মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মিডিয়াম পেসার সাদাশিব ১৯৫৫ সালের ডিসেম্বরে মুম্বাইর ব্রাবোর্ন স্টেডিয়ামে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে একটিমাত্র টেস্টটি খেলেছেন। সে ম্যাচে তার সঙ্গে অভিষেক হয়েছিল নাইর কনট্রাক্টর ও বিজয় মেহরার। খেলায় ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি।

ভারতের ২৭ রানে জয়ের ম্যাচটিতে দুই ইনিংসেই তিনি জন রেইডকে প্যাভিলিয়নে ফেরান। তবে এরপর আর কোনো টেস্টেই সুযোগ পাননি পাতিল।

আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনোদিন সুযোগ না পেলেও মহারাষ্ট্রের হয়ে ১৯৫২ থেকে ১৯৬৪ পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লোয়ারঅর্ডারে ব্যাট করা এই ক্রিকেটারের গড় ছিলো ২৭ ও মোট ৮৩টি উইকেট পেয়েছেন। যেখানে পাঁচ উইকেট ছিলো তিনবার।


Post Top Ad

Responsive Ads Here