এইচএসসি পরীক্ষার বিষয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, September 18, 2020

এইচএসসি পরীক্ষার বিষয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড


সময় সংবাদ ডেস্ক//
করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে ও কীভাবে নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আগামী ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের ডাকা ওই বৈঠক ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ওইদিন দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।



এতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সভাপতিত্ব করবেন।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে আরো জানা গেছে, বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা ছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হতে পারে। এছাড়া বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে।



প্রসঙ্গত, করোনাভাইরাসের মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। 



No comments: