আবারো রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২০

আবারো রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ


সময় সংবাদ ডেস্ক//
রাশিয়া আবারো আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়া তৎপর হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন রে। এছাড়া দেশটি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন সম্পর্কে লাগাতার ভুয়া খবর সরবরাহ করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

হাউস অব হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সামনে বক্তব্য রাখার সময় এসব জানান তিনি। সেসময়ে রাশিয়ার কার্যকলাপ সম্পর্কে আরো কিছু অভিযোগ করেছেন এফবিআই প্রধান।

তিনি জানান,  রাশিয়া মূলত বাইডেনের নির্বাচনী প্রচারে আঘাত হানার প্রয়াসে বৈদেশিক প্রভাবের বিরুদ্ধে হস্তক্ষেপ করছে।

রে আরো বলেন, ২০১৬ সালের নির্বাচন ঘিরে মস্কোর ভূমিকা পুনরায় সক্রিয় হয়েছে। প্রথমত, এবারের নির্বাচন কেন্দ্রিক বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে মস্কো। দ্বিতীয়ত, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে তুচ্ছ প্রমাণ করতেও ভুল তথ্য দেয়া হচ্ছে। এ ছাড়া মার্কিনিদের মধ্যে রুশ বিরোধী মনোভাব পাল্টানোর জন্যও কিছু উদ্যোগ নেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বাইডেনকে নির্বাচিত করার জন্য চীনের হস্তক্ষেপের একথা জানান। তবে প্রতিবেদনে জানা গেছে, ২০১৬ সালের মতোই আসন্ন নির্বাচনেও ট্রাম্পকে পুনরায় জিততে সহায়তা করার চেষ্টা করছে রাশিয়া।

এর আগে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এখনো তর্কবিতর্ক চলছে। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করতে রাশিয়া তার প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে জোরালো প্রচার চালিয়েছিলো বলে অভিযোগ রয়েছে। তার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ও রাশিয়া তা অস্বীকার করে আসছে।

Post Top Ad

Responsive Ads Here