সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে- ফরিদপুরের ডিসি অতুল সরকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ৩১, ২০২০

সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে- ফরিদপুরের ডিসি অতুল সরকার

 


ফরিদপুর প্রতিনিধি :
সমাজের হিংসা বিভেদ দূরে সরিয়ে রেখে ধর্মের সুমহান আদর্শ অনুসরন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি শনিবার পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।


ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here