ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল কমপ্লেক্স মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজ এর উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২০

ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল কমপ্লেক্স মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজ এর উদ্বোধন

  


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল কমপ্লেক্স মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন বাস ষ্টান্ড এর পাশে এর উদ্বোধন করেন ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান সহ অতিথিরা।

 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, এলজিইডির সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সদর উজেলা প্রকৌশলী মোঃ আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেয়াজ, বিশিষ্ট ঠিকাদার মোঃ ইমতিয়াজ আসিফ প্রমূখ। 


এসময় ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল কমপ্লেক্স মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কাজটি আগামী এক বছরের ভিতর শেষ করা হবে। এই কাজের নির্মান ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৬শত ৫৩ টাকা। কাজটি নির্মান করবেন ফরিদপুরের বিশিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here