ভাঙ্গায় যুগান্তর প্রতিনিধিকে মহাসড়ক ব্যারিকেড দিয়ে হত্যার চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৪, ২০২০

ভাঙ্গায় যুগান্তর প্রতিনিধিকে মহাসড়ক ব্যারিকেড দিয়ে হত্যার চেষ্টা



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি আঃ মান্নান মুন্নুকে মহাসড়ক ব্যারিকেড দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে। 


সাংবাদিক মান্নান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১১ টার দিকে আমার বোনের বাসা থেকে মটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ির পাঁশের ভাঙ্গার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের মহাসড়কে পৌঁছালে স্থানীয় মাদক সম্রাট মাসুম মোল্লা ও তার সহযোগীরা মহাসড়ক অবরোধ করে আমাকে হত্যার চেষ্টা করে। 


মান্নান বলেন, আমার উপর ইট-পাথর নিক্ষেপ করে ওই সন্ত্রাসীরা । আমি মাটিতে লুটিয়ে পড়লে পরে তারা পালিয়ে যায়। আমার হাতের আঙ্গুল ও তালু ফেটে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে। 


সাংবাদিক মান্নান গণমাধ্যমের কাছে দাবী করেন, আমার উপর এ পর্যন্ত চার দফা হত্যা চেষ্টা করা হলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত।


ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

 

এদিকে স্থানীয়দের দাবি ভাঙ্গা থানা পুলিশ সাংবাদিক সহ উপজেলার বাসিন্দাদের  নিরাপত্তার ব্যাপারে আরো বেশি সজাগ হবে এটাই প্রত্যাশা।


Post Top Ad

Responsive Ads Here