ফরিদপুর জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৪, ২০২০

ফরিদপুর জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন পালন



ফরিদপুর জেলা প্রতিনিধি :
বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় ও  নন্দিত কথাসাহিত্যিক, লেখক, নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের  ৭২তম জন্মদিন পালন করেছে ফরিদপুর সাহিত্য পরিষদ । 

শুক্রবার সন্ধ্যা ৭টায় কিংবদন্তি  এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে সাহিত্য পরিষদ কার্যালয়ে “আমাদের ভালোবাসা” শীর্ষক স্মৃতিচারনমুলক আলোচনা সভা, ও কবিতা পাঠের আয়োজন করা হয়।


ফরিদপুর সাহিত্য পরিষদ এর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মানুনের সভাপতিত্বে আলোচনা সভায় হুমায়ূন আহমেদের সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেন, লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, লোক গবেষক খলিলুল্লাহ দিল দারাজ, রাইট ট্র্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃর্ধা রেজাউল, কবি আব্দুর রাজ্জাক রাজা, মোঃ লিয়াকত হোসেন, শুভ আহমেদ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here