পৌরসভা নির্বাচনে ফরিদপুরে আ.লীগের প্রার্থী অমিতাভ, মধুখালীতে লিমন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৪, ২০২০

পৌরসভা নির্বাচনে ফরিদপুরে আ.লীগের প্রার্থী অমিতাভ, মধুখালীতে লিমন




 

ফরিদপুর প্রতিনিধি :
আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর সদর ও মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গণভবনে এ সংক্রান্ত বৈঠকের পর সন্ধ্যায় এ প্রার্থীতা ঘোষণা করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


ফরিদপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন অমিতাভ বোস এবং মধুখালী পৌরসভায় বর্তমান মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


ওই পত্রে বলা হয়, ‘১৩ নভেম্বর ২০২০ শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। 


অমিতাভ বোস বর্তমানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইতিপূর্বে সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমান আওয়ামী লীগের সময়কালে বিগত বছরগুলিতে তিনি নানাভাবে নির্যাতিত হয়েছিলেন। হাজী শরিয়তউল্লা বাজারেরমাছ ব্যবসায়ী মজিবর দত্ত এর দেওয়া মিথ্যা চাঁদাবাজীর মামলায় তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল।



অপরদিকে খন্দকার মোরশেদ রহমান লিমন মধুখালী পৌরসভার প্রথম মেয়র। গত নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এবার দ্বিতীয় দফায় আসন্ন মধুখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। খন্দকার মোরশেদ রহমান লিমন মধুখালী পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here