ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, November 14, 2020

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন



মুইজ্জুর রহমান রবি, ফরিদপুর :
“নার্স ও ডায়াবেটিস” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুর ডায়াবেটিক সমিতি যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে। এ উপলক্ষে শনিবার সকাল ৯ টায় বর্ণাঢ্য রোড শো (প্লাকার্ড হাতে অবস্থান) অনুষ্ঠিত হয়। 


ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উক্ত রোড শো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 


এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটো, প্রফেসর শেখ আবদুস সামাদ, অধ্যাপক রবীন্দ্র নাথ সাহা, প্রফেসর মোঃ শাহজাহান, জনাব মোঃ শাহাজাহান মোল্লা, খোন্দকার মফিজুর রহমান জামাল, চিত্ত রঞ্জন ঘোষ, জেসমিন ফেরদৌসী শিখা, আসমা বারী, প্রফেসর ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া, ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, মনিন্দ্র বাড়ৈ প্রমুখ। 


পরে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে আগত রোগীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ, হাসপাতালের আর.এম.ও ডাঃ এস.এম. হাসান মুরাদ। 


ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ। দিবসটি উদযাপন উপলক্ষে হাসপাতালের আউটডোরে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস রোগ সনাক্ত পরীক্ষা করা হয় এবং  জনগনকে সচেতন করতে পোষ্টার লাগানো, লিফলেট বিতরন, মাইকিং করা হয়।

No comments: